Loksabha Election 2024: বোরখা পরা ভোটারদের পরিচয় যাচাইকরণের দাবি জানাল বিজেপি

ইউ এন লাইভ নিউজ: পাঁচ দফার নির্বাচন শেষ হয়েছে। আগামীকাল ষষ্ঠ দফার ভোট। বিক্ষিপ্তভাবে ভুয়ো ভোট বা বুথ দখলের অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন কেন্দ্র থেকে। এরই মাঝে বোরখা পরা মহিলা ভোটারদের সঠিকভাবে পরিচয় যাচাইকরণের দাবি তুলল গেরুয়া শিবির। বুধবার এই বিষয়ে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অজয় মহাওয়ার, মোহন সিং বিস্ত, বিজেপির রাজ্য সম্পাদক কিষাণ শর্মা এবং আইনজীবী নীরজ গুপ্তা। এদিন তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। দিল্লিতে বোরখা পরা মহিলা ভোটাদের পরিচয় যাচাই করার আর্জি জানিয়েছেন তাঁরা। বস্তুত, ২৫ মে ষষ্ঠ দফায় দিল্লিতে ভোট রয়েছে।

অজয় মহাওয়ার এ বিষয়ে জানিয়েছেন , “যারা বোরখা বা ফেস মাস্ক পরে ভোট দিতে আসেন, সম্পূর্ণ তদন্তের পরই তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া উচিত। কোনও মহিলা অফিসার বা মহিলা পুলিশ অফিসারের উচিত বোরখা তুলে তাদের মুখ পরীক্ষা করা।” তিনি আরও বলেছেন, দিল্লির ভোটে, দিল্লি এবং প্রতিবেশী রাজ্যগুলি থেকে প্রচুর জাল ভোটার ভোট দিতে পারে বলে আশঙ্কা করছে গেরুয়া নেতৃত্ব। এই কারচুপি আটকাতেই এই পদক্ষেপ করার দাবি জানাচ্ছেন তাঁরা। বিজেপি বিধায়ক আরও সংযোজন, এই বিষয়ে সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ উপায়ে বিবেচনা করবেন বলে, আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই সঙ্গে বিজেপির প্রতিনিধিদলকে তিনি জানিয়েছেন, যে কোনও ধরনের জাল ভোটদান প্রতিরোধ করার চেষ্টা করবে কমিশন।

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটগ্রহণের সময়, হায়দরাবাদের একটি বুথে মুসলিম মহিলা ভোটারদের বোরখা তুলে তাদের পরিচয় যাচাই করে, বিতর্কে জড়ান সেখানকার বিজেপি প্রার্থী মাধবী লতা। তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, বুথের ভিতরেই মুসলিম মহিলাদের বোরখা সরাতে বলছেন ওই বিজেপি প্রার্থী। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল। বুথের ভিতরে কোনো প্রার্থী এই কাজ করতে পারেন কি? ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, এই বিষয়ে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। মাধবী লতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কমিশন।

About Sukanya Chatterjee

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *