নিউজ ডেস্ক: বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাসনের পরেই তাঁকে পরোক্ষভাবে মেরুদন্ডহীন বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা তামিল নাড়ুর রাজ্যপালকে দেখেছি। তিনি সরকারের লেখা কিছু অংশ বাদ দিয়ে ভাষণ পাঠ করে ছিলেন। অতীতেও বাংলায় অনেকে মেরুদন্ড সোজা রেখে এই কাজ করেছিলেন। কিন্তু এবার তা দেখলাম না।
বুধবার রাজ্যে বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল ভাষণ দেওয়ার সময় অধিবেশন কক্ষে শ্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষে একটানা ১২ মিনিট স্লোগান তুলে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির।
শুভেন্দু বলেন, “রাজ্যপালের পদ, চেয়ার, সাংবিধানিক সম্মান, ব্যক্তি সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আমাদের কোনও ক্ষোভ নেই। কিন্তু যে ভাষণ তিনি পাঠ করেছেন আমরা সেটাকে হায় হায় বলেছি।”
এদিন রাজ্যপালের উদ্দেশ্যে ‘শেম শেম’ স্লোগান দিতে শোনা যায়। সেই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যপাল সেন্ট জেভিয়ার্সের বক্তৃতায় মুখ্যমন্ত্রীকে অটলবিহারী বাজপেয়ী, সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে তুলনা টেনেছিলেন। মুখ্যমন্ত্রী রাজীব কুমারের জন্য ধর্না দেন, ববি হাকিমদের ছাড়াতে চলে যান, তিনি আর অটলবিহারী বাজপেয়ী এক? আজকে শেম শেম বলেছি। কালও বলব, পরশুও বলব, রোজ বলব।”
Leave a Reply