বিস্ফোরক নিশীথ, পুলিশের ছোঁড়া টিয়ার সেলেই কাচ ভেঙেছে গাড়ির

নিউজ ডেস্ক: পুলিশের ছোঁড়া টিয়ার সেলেই গাড়ির কাচ ভেঙেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। রবিবার কোচবিহারে এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন নিশীথ প্রামাণিক। এরপরেই রাজবংশী আবেগ উস্কে দিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য, ”উত্তরবঙ্গের একজন মানুষ, রাজবংশী ছেলে সাংসদ হয়েছে বলে তাঁর উপর এত আক্রোশ! তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে।”

সম্প্রতি দিনহাটায় নিশীথ প্রামানিকের মিছিল চলাকালীন তাঁর কনভয়ে হামলার ঘটনা ঘটে। চলে গুলি ও বোমা। ভেঙে যায় তাঁর কনভয়ে একটি গাড়ির কাচ। এই ঘটনায় বিজেপির অভিযোগের আঙুল তোলে রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। নিশীথ প্রামানিকের কনভয়ে হামলার সময় রাজ্য পুলিশ নিষ্কিয় ছিল বলে অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে রবিবারে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। এই ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হয়েছে। জানা গেছে, এদিন সিআরপিেফের আইজি নিজে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে যান।

রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকার। নিশীথ প্রামানিক বলেন, ”পুলিশ তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মিছিল আটকেছে। অশান্তি যারা করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে আমাকে আটকানোর চেষ্টা করেছে। রাজ্যের পুলিশমন্ত্রী তো মুখ্যমন্ত্রীই। কোন রাজ্যে বাস করছি আমরা?”