অখিল ইস্যুতে আদিবাসী সম্প্রদায়ের মন জয় করতে আসরে সুকান্ত-মমতা

নিউজ ডেস্ক: বিরসা মুন্ডের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার ঝাড়গ্রামে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই ঝাড়গ্রামের সভা করতে চলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার তফসিলি উপজাতি সম্প্রদায়ের কোনও অধিবাসীর বাড়িতে দুপুরে মধ্যাহ্নভোজও করবেন।

অখিল কান্ডে শনিবার থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। শুক্রবার নন্দীগ্রামের এক সভা থেকে কুরুচিকর মন্তব্য করেন কারামন্ত্রী অখিল গিরি। সেই নিয়ে শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। শনিবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

অখিল ইস্যুতে বিরোধীরা যখন এক যোগে আক্রমণ শানিয়েছে তখন রামনগরের বিধায়কের পাশে দাঁড়ায়নি তাঁর দলও। তাঁর বক্তব্যের নিন্দা করেছেন দলের একাধিক নেতারা। অখিলের মন্তব্যের জেরে ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি থানায় অভিযোগও দায়ের হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে সব মিলিয়ে বেশ চাপেই রয়েছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগে বিক্ষোভ চুঁচুড়া হাসপাতালে

এই পরিস্থিতিতে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে জাড়গ্রামে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিল কান্ডে মুখ্যমন্ত্রী এখনো মুখ না খুললেও মঙ্গলবার আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চ থেকে কিছু বলেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূলের একাংশের দাবি, অখিল ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সুকান্ত-শুভেন্দুর নেতৃত্বাধীন রাজ্য বিজেপি।