নিউজ ডেস্ক: শনিবার বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাই স্কুল। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও সৃষ্টি হয় আলোড়ন। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ওঠে প্রশ্ন। এই পরিস্থিতিতে বিস্ফোরণের ঘটনায় আসরে নেমেছে বিজেপি। রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেবেন বলে জানা গেছে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৪ জন।
শনিবার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে যখন বোমা বিস্ফোরণ হয়, তখন সেখানে উপস্থিত ছিল প্রায় ১৩০০ জন। ফলে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ। বোমা বিস্ফোরণের ২৪ ঘন্টা পার হওয়ার আগেই গ্রেফতার করা হয় ৪ জনকে। টিটাগড় থানার পুলিশ সূত্রে খবর, বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে রবিবার নেমে জিজ্ঞাসাবাদ করা হয় ৪ জনকে। বয়ানে অসংগতি লক্ষ্য করতেই গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের নাম মহম্মদ আরিয়ান, বাবলু, সাদিক এবং রেহান।
আরও পড়ুন: শ্রেষ্ঠ অভিনেতার আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হলেন বাংলার চন্দন সেন
ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের তদন্তকারী দলও শুরু করেছে তদন্ত। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছিল। পরিকল্পিতভাবে নাকি বোমা বাঁধতে গিয়ে অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটেছে, তা জানার উদ্দেশ্যে জেরার পর জেরা করা হচ্ছে অভিযুক্তদের।
আরও পড়ুন: আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি কমলেও, বৃষ্টিতে ভাসতে পারে পুজো