ইউ এন লাইভ নিউজ: শনিবার শুরু হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। আজ রাজ্যের আটটি লোকসভায় চলছে ভোটগ্রহণ পর্ব। এরই মধ্যে অন্যতম বাঁকুড়া লোকসভা কেন্দ্র। তারই মধ্যে ভোট শুরুর আগেই বাঁকুড়া লোকসভার রুঘুনাথপুর বিধানসভার পাঁচটি বুথে পাওয়া গেল বিজেপির ট্যাগ লাগানো ইভিএম। যা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ঘটনাটি নজরে আসতেই পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
রঘুনাথপুর বিধানসভা পুরুলিয়া জেলার মধ্যে পড়লেও বাঁকুড়া লোকসভার অন্তগর্ত। এই বিধানসভার নিতুরিয়া থানার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের ৫৬, ৫৮, ৬০, ৬১ ও ৬২ নম্বর এই পাঁচটি বুথে বিজেপির ট্যাগ লাগানো ইভিএম পাওয়া গিয়েছে। তৃণমূল কংগ্রেসর অভিযোগ ‘মক পোল’-র সময়ে বিজেপির এজেন্টরাই এই কাণ্ড ঘটিয়েছে ইচ্ছাকৃতভাবেই। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। বিষয়টি নিয়ে আমরা কমিশনের দৃষ্টি আর্কষণ করছি।” স্থানীয় বিজেপি নেতা বিবেক রাঙ্গা জানান, “ঠিক কী হয়েছে আমার জানা নেই। তবে তৃণমূল বাঁকুড়া ও পুরুলিয়া দুটি আসনই হারতে চলেছে। তাই সারাদিন ধরে তারা এই রকম অভিযোগ তুলতে থাকবে।”
ঘটনাটির পর রাজ্যের শাসকদলের তরফ থেকে তাঁদের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে ট্যুইট করে লেখা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলে ধরেছেন বিজেপি কিভাবে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট লুট করে। আজ ভোটের দিন বাঁকুড়া লোকসভার রুঘুনাথপুরে ৫টি ইভিএম মেশিনে বিজেপির ট্যাগ পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনের অবিলম্বে উচিত বিষয়টি খতিয়ে দেখা।”