বিধানসভায় অখিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা

নিউজ ডেস্ক: রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ায়নি দলও। অখিল গিরি নিজেও দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন বলে জানতে পারা গেছে। অন্যদিকে তাঁর বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা।

বিধানসভার শীতকালীন অধিবেশনে রামনগরের বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চান বিজেপির আদিবাসী বিধায়করা। শনিবার তেমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি তফসিলি মোর্চার সভাপতি তথা হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু। বিধানসভায় বিজেপির ৭০ জন সদস্যের মধ্যে আদিবাসী সম্প্রদায়ের ৮ জন বিধায়ক রয়েছেন।

জুয়েল বলেছেন, ‘‘আমরা আদিবাসী সম্প্রদায়ের। আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের হলেও, আমাদের সম্মান রয়েছে। সেই আদিবাসী সম্প্রদায়ের রমণী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই। আমরা বিরোধী দলনেতার কাছে আবেদন জানাব, যাতে আগামী বিধানসভার শীতকালীন অধিবেশনে অখিল গিরির বিরুদ্ধে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের তরফে নিন্দা প্রস্তাব আনা হয়।’’ 

আরও পড়ুন: ফেলনা নয়, স্ক্র্যাপ বেচেই কোটি কোটি টাকা আয় রেলের

বিজেপির পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গাও আদিবাসী সম্প্রদায়ের। তিনিও দলীয় বিধায়কদের নিন্দা প্রস্তাব আনার বিষয়টি সমর্থন করেছেন। 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *