‘নবজোয়ার’ কর্মসূচি বন্ধ করতে চেষ্টা চালাচ্ছে বিজেপি: মমতা

নিউজ ডেস্ক: ‘নবজোয়ার’ কর্মসূচি বন্ধ করতে চেষ্টা চালাচ্ছে বিজেপি। এমনটাই দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ায় ভার্চুয়াল সভায় যোগ দিয়ে তিনি বলেন, এভাবে তর্জন গর্জন করে নবজোয়ার যাত্রা থামানো যাবে না।

শুক্রবার তিনি বলেন, ইডি-সিবিআই ভয় পায় তৃণমূলকে। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। এই যাত্রা থামানো যাবে না। রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরেই  অভিষেককে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে।

তৃণমূল সুপ্রিম বলেন, তৃণমূলের পরিবার মানে জনগণের পরিবার। তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে মানুষের রক্তের সম্পর্ক। বলেন, আগে মানুষ রাতে বেরোতে ভয় পেত। বলেন, বাম আমলের অত্যাচার তিনি দেখেছেন। দাবি, রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছে তৃণমূল।

পাত্রসায়রের সভা থেকে তিনি বলেন, বিজেপিকে দেশ ছাড়া না করা পর্যন্ত লড়াই চলবে। চলবে নবজোয়ার যাত্রা।