নিউজ ডেস্ক: আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে ফের বিরধীদের জোটের বার্তা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। শনিবার পাটনার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিরোধীরা জোট বেঁধে লড়াই চালালে আগামী লোকসভা ভোটে একশো আসনও পাবে না বিজেপি। আর জোট না বেঁধে লড়লে কী ঘটবে তা কারও অজানা নয়।’
পটনায় সিপিআইএমের একাদশতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জেডিইউ সুপ্রিমো। অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, কংগ্রেস নেতা সলমান খুরশিদ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজি।
এই অনুষ্ঠানেই নীতীশ বলেন, ‘আমি চাই আপনারা জোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিন। যদি আমার পরামর্শ নিয়ে সব দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারেন এবং ঐক্যবদ্ধভাবে ভোটে লড়া যায় তাহলে বিজেপি লোকসভা ভোটে ১০০ আসনের গণ্ডিও টপকাতে পারবেন না। আর আপনারা যদি আমার পরামর্শ না নেন, তাহলে কী ঘটবে, তা ভালোই জানেন।’
এদিন বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার একমাত্র লক্ষ্য দেশকে একসূত্রে বেঁধে রাখা। বিজেপি দেশজুড়ে যে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে তা প্রতিহত করা। সত্যিই এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। আপনাদের লড়াইয়ের পাশে আমি সর্বদা থাকব।’
Leave a Reply