দুর্গা পুজোতেও বিজেপির রাজনীতি, উদ্বোধনে এসে রাজ্যের শাসক দলকে এক হাত নিলেন সুকান্ত

নিউজ ডেস্ক: শুরু হয়ে গেছে উৎসব। শনিবার মহাষষ্ঠীর দিন সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপূজার উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ, রাহুল সিনহা প্রমুখ। আগামী পঞ্চায়েত নির্বাচন যেন সন্ত্রাসমুক্ত হয় এবং বাংলায় সুখ শান্তি আসে, মায়ের কাছে প্রার্থনা করলেন সুকান্ত। পুজো মণ্ডপের বাইরে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে।

এদিন পুজো উদ্বোধনে এসে সুকান্ত মজুমদার বলেন, যে সময় আমরা মণ্ডপে মণ্ডপে অবস্থান করছি সেই সময় আমাদেরই রাজ্যের বেশ কিছু যুবক-যুবতী রাস্তার পাশে অবস্থান করছে। সাত হাজার ভুয়ো নিয়োগ হয়েছে বলে মহামান্য আদালত রায় দিয়েছে। রাজ্যের কোথাও ১৪ কোটি, কোথাও ১৫ কোটি, কোথাও ৫০ কোটি টাকা পাওয়া যাচ্ছে। এই দুর্নীতি থেকে পশ্চিম বাংলাকে মা দুর্গা রক্ষা করুন।

আরও পড়ুন: মাংস বিক্রেতাদের মাথায় হাত! গান্ধী জয়ন্তীতে বন্ধ থাকছে সব মাংসের দোকান

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, পঞ্চায়েত নির্বাচন আসন্ন সেই নির্বাচনে যেন কোনও মায়ের কোল খালি না হয়। এদিন তিনি রাজ্যের শাসক দলকে এক হাত নিয়ে বলেন, গ্রামে-গঞ্জে রোজগারের কোনও উপায় নেই। একমাত্র তৃণমূল করাই উপায়। স্বাভাবিকভাবেই রাজনীতির সঙ্গে যখন জীবিকা জড়িয়ে যায় তখন হিংসা অবশ্যম্ভাবী। পশ্চিমবঙ্গকে এই জায়গা থেকে বেরতে হবে। বিজেপি পথ দেখাবে।

এদিন সুকান্ত মজুমদার আরও বলেন, আমাদের নবান্ন অভিযান সফল হয়েছে সেই জন্যে অনেক কর্মীকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে।