কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের সঙ্গে দিল্লি যেতে চান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে রাজ্য অভিযোগ করে আসছে কেন্দ্র টাকা আটকে রেখেছে। কেন্দ্রের বকেয়া আদায়ের দাবি নিয়ে চলতি মাসের ২৯ ও ৩০ তারিখ দিল্লিতে ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই পুরসভার বাজেট অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিমের আগে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘো। বলেন, ‘‘আপনার বলছেন, প্রধানমন্ত্রী একশো দিনের কাজের টাকা আটকে রেখেছেন। চলুন সবাই মিলে একটা সর্বদল বৈঠক করে কেন্দ্রের কাছে দাবি জানাতে দিল্লিতে যাই।’’ তিনি আরও বলেন, ‘‘আমিও একজন কাউন্সিলর, আমিও মেয়র ফিরহাদ হাকিমের পরিবারের একজন সদস‌্য। আমিও চাই সকলে মিলে চলুন কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে কী কী বঞ্চনা হচ্ছে তা নিয়ে দাবি জানিয়ে আসি।’’

সজলের সর্বদলীয় দিল্লি যাওয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছ্ন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘‘বাংলার দাবি জানাতে বিধানসভায় একটি সর্বদলীয় প্রস্তাব পাস হয়েছিল। প্রথমে সমর্থন করে যাওয়ার আগে বিজেপির সদস‌্যদের নাম জানাতে বলার সময় পিছু হটেছিলেন বিরোধী দলনেতা। পুরসভাগতভাবে গিয়ে লাভ নেই। বরং বিধায়করা মিলে বাংলার বঞ্চনার দাবি নিয়ে দিল্লি গেলে লাভ হত।’’

এই ঘটনায়, সজল ঘোষের প্রস্তাব নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের কটাক্ষ,  ‘‘আসল কাজের সময় নিজেরা ‘ব‌্যাকআউট’ করে এখন পুরসভায় এসব বলছেন।’’