নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি রাজ্যপালের হাতে ৬৩ পাতার একটি রিপোর্টও তুলে দিয়েছেন। এই রিপোর্ট রাজ্যের রাজনৈতিক এবং অরাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ।
এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলা, দেশকে নেতৃত্ব দেবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যপালের কথায় সম্মত হয়েই বলেন, “বিবকানন্দ, রামকৃষ্ণ, নজরুলের বাংলা বরাবরই দেশকে পথ দেখিয়েছে। কিন্তু জগ ছোড়ার বাংলা দেশকে পথ দেখাতে পারবে না।” এর পাশাপাশি তিনি বলেন, বিজেপির নেতৃত্বে সোনার বাংলা প্রতিষ্ঠিত হলে বাংলার গৌরব বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: অভিষেককে সভার অনুমতি হাইকোর্টের, একই সঙ্গে শান্তিকুঞ্জে শান্তি রক্ষার দায়িত্ব পুলিশকেই
এক সময় ভাঙড়ের আরাবুল ইসলাম এক শিক্ষিকার দিকে জগ ছুড়ে সংবাদ শিরোনামে এসেছিলেন। সেই প্রসঙ্গ তুলেই এদিন তৃণমূলকে কটাক্ষ করেছেন সুকান্ত। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Leave a Reply