ইউ এন লাইভ নিউজ: সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অতি গভীর নিম্নচাপ সোমবার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও দুর্যোগ এখনই কাটছে না। সপ্তাহের শুরুর দিনে দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির দাপট চোখে পড়বে। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। সোমবার সকালের পর থেকে অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সোমবার দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
সোমবার রাজ্যের পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। শহর কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ ও সঙ্গে বৃষ্টি চলছে। তবে বেলা বাড়লে বৃষ্টির দাপট কমবে কলকাতা শহরে। তিলোত্তমা মহানগরীতে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সোমবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। কিন্তু ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গে। নদিয়া, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।কলকাতায় সোমবার মূলত মেঘলা আকাশ। বেলার দিকে বৃষ্টি কমবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম।
Leave a Reply