Israel embassy Delhi

Israel embassy Delhi: ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ! ঘটনাস্থলে চরম উত্তেজনা

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: রাজধানী দিল্লির চাণক্যপুরীতে মঙ্গলবার ২৬ ডিসেম্বরের সন্ধ্যায় ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণের খবর মেলে। জানা গিয়েছে, পুলিশের কাছে এই বিস্ফোরণের খবর আসতেই তারা ছুটে যায়। ঘটনাস্থলে পৌঁছয় এআইএ, বম্ব স্কোয়াড। পৌঁছয় দমকলবাহিনী। ইজরায়েলের দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘বিকেল ৫.০৮ মিনিট নাগাদ খুব কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সূত্রের খবর, ইজরায়েলি দূতাবাসের ঠিক পিছনেই এই বিস্ফোরণ হয়েছে।

দমকল বিভাগকে ওই ব্যক্তি জানান, ইজরায়েলি দূতাবাসের পিছনে অবস্থিত এক ফাঁকা জমিতে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে, এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে ওই এলাকায় কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গও জানিয়েছেন, কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। তবে, সেখানে যে একটা বিস্ফোরণ ঘটেছে, সেটা নিশ্চিত। এই খবর নিশ্চিত করেছে খোদ ইজরায়েলি বিদেশ মন্ত্রক।

এর আগে, মুম্বইতে রিজারভ ব্যাঙ্ক সহ একাধিক জায়গা বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইল আসে। যেখান থেকে মেইলটি আসে তার আইডি ছিল khilafat.india@gmail,com। মেইল আসে সরাসরি আরবিআই গভর্নরের কাছে। এরপর খানিক সময় যেতেই সন্ধ্যায় দিল্লিতে এই বিস্ফোরণের খবর মেলে। প্রসঙ্গত, দিল্লির চাণক্যপুরীতে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।