নিউজ ডেস্ক : অগ্নিগর্ভ ওপার বাংলার রাজনৈতিক মহল। বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে গত তিনদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এবার শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার সকালে নির্দিষ্ট সময়ের আগেই শুরু হয় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ থেকে দশ দফা কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি দল।
শনিবারের গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশের সভাপতিত্ব করছেন আমানউল্লাহ আমান। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, রাজশাহীর প্রাক্তন মেয়র মিজানুর রহমান মিনু সহ অনেকেই।
গত ৭ ডিসেম্বর বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয় খালেদা জিয়ার দল। কিন্তু সেই বাধা উপেক্ষা করতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিএনপির নেতি-কর্মীদের। সংঘর্ষে মৃত্যু হয় একজন কর্মীর এবং আহত হন পুলিশ-সহ অর্ধশত কর্মী। এরপর থেকেই অঘোষিত বনধের পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকায়।
Leave a Reply