নিউজ ডেস্ক: পুলিশের চোখে ধুলো দিতেই নেওয়া নতুন মোবাইল ও সিমকার্ড। সেটাই কাল হলো ভাদু খুনের মাস্টার মাইন্ডের। মোবাইলের টাওয়ার লোকেশনই ধরিয়ে দিল ভাদু শেখ খুনের মুল অভিযুক্ত ফয়জাল শেখ ওরফে পলাশকে। বুধবার ভোরে বগটুই থেকেই তাঁকে পাকড়াও করে কেন্দ্রীয় তদন্তকারীরা। ভাদু খুনের পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। সম্প্রতি গ্রামে ঢোকেন ভাদু খুনের মূল অভিযুক্ত। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য নতুন সিম ও মোবাইল নিয়েছিলেন পলাশ। সেই মোবাইলের টাওয়ার ধরেই বগটুই থেকে পলাশকে গ্রেফতার করেছে সিবিআই।
২১ মার্চ তৃণমূল পরিচালিত বগটুইয়ের উপ প্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। সেই বোমার আঘাতেই মৃত্যু হয় ভাদু শেখের। সিসি ক্যামেরায় ধরাও পড়ে সেই খুনের দৃশ্য। সিবিআই সূত্রের খবর, সিসি ক্যামেরার দেখা যায়, ভাদুকে লক্ষ্য করে যে বোমা ছুঁড়েছিল তাঁর নামই ফয়জাল। ভাদু হত্যার কিছুক্ষণের মধ্যেই বগটুই গ্রামের বেশ কয়্কটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এর পরেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই।
আরও পড়ুন: ঘনিষ্ঠ তাপসের মন্তব্যে আরও চাপে মানিক
সিবিআই সূত্রে খবর, বুধবারই ফয়জলকে রামপুরহাট আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। তদন্তকারীদের প্রাথমিক তদন্তে অনুমান, বালি ও পাথর খাদানের ভাগ নিয়েই দ্বন্দ্ব থেকে খুন হন ভাদু।
Leave a Reply