সিবিআইয়ের হাতে গ্রেফতার ভাদু খুনের অন্যতম চক্রী জাহাঙ্গীর

নিউজ ডেস্ক: বগটুই গণহত্যা কাণ্ডের প্রায় ন-মাস পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত জাহাঙ্গির শেখ। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই তাঁকে গ্রেফতার করে। বুধবারই তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।

রামপুর হাট গণহত্যা কাণ্ডে সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত লালন শেখ। তার সাত দিন কাটতে না কাটতেই বগটুই কাণ্ডে অন্যতম মূল চক্রী জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করেছে।

২১ মার্চ রাতে বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমুল উপপ্রধান ভাদুকে। এর পর ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পর দিন অর্থাৎ, ২২ মার্চ সকালে ৭ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ২ জনকে। পরে তাঁরাও মারা যান।

এই ঘটনায় কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। বার বার বগটুইয়ে এসেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ২১ জুন সিবিআই মোট দুটি ঘটনার চার্জশিট জমা দেয়। চার্জশিটে ফেরার হিসাবে দেখানো হয় ‘অন্যতম অভিযুক্ত’ জাহাঙ্গিরকে।