অভিষেকের সভা শুরুর আগেই ভয়াবহ বিস্ফোরণ , মৃত তিন তৃণমূল কর্মী

নিউজ ডেস্ক: ডিসেম্বরের প্রথম শনিবারে সরগরম বঙ্গ রাজনীতি। অভিষেকের সভা নিয়ে শুক্রবার থেকেই উত্তেজনার পারদ চড়ছিল রাজ্য রাজনীতিতে। শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অভিষেকের সভা শুরুর কয়েক ঘন্টা আগেই ভয়বাহ বিস্ফোরণে কেঁপে উঠল ভূপতি নগর। ঘটনাটি ঘটেছে কাঁথি থেকে ৫০ কিলোমিটার দূরে।

বিস্ফোরনে তিন তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। জানা গেছে রাজকুমার মান্না ওই এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। ভয়াবহ বিস্ফোরনে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর তাঁরা পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভূপতি নগরে বিস্ফোরণের ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, ওই তৃণমূল নেতার বাড়িতে বোম বাঁধা হচ্ছিল। বোম বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটে। মৃত এবং আহতরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

আরও পড়ুন: দুয়ারে সরকারের মেয়াদ বাড়াল ৩১ ডিসেম্বর পর্যন্ত

এই বিষয়ে ভূপতিনগর থানার পুলিশ এবং জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তৃণমূলের স্থানীয় এবং জেলা নেতৃত্বও এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশি টহলদারি চলছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্যাপক পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে শান্তিকুঞ্জ।