নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতির উত্তাপ এবার রাজ্য ছাড়িয়ে পৌঁছে গেল রাজধানীর সংসদ ভবনেও। গণতন্ত্রের কন্ঠ রোধ ও বিরোধী সাংসদদের মাইক বন্ধ করে রাখার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে দুই কক্ষেই প্রতিবাদ জানাল তৃণমূল। অন্যদিকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে পাল্টা নিশানা করে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় বিজেপি সাংসদরাও।
রাজ্যের শাসক দলের সাংসদের অভিযোগ, সরকার পক্ষ সংসদে বিরোধীদের কথা বলতে দিচ্ছে না। তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহুয়া মৈত্রদের অভিযোগ, সংসদে তাঁরা মানুষের ইস্যু তুলে ধরার চেষ্টা করলেও সেই সুযোগ তাঁদের দেওয়া হচ্ছে না। শুধু সরকার পক্ষকে বলতে দেওয়া হচ্ছে। বিরোধীরা বলতে গেলে তাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, নাহলে অধিবেশন মুলতুবি করে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের উপর আক্রমণের অভিযোগ তুলে এদিন রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই অভিনব প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা। মুখে কালো কাপড় জড়িয়ে ট্রেজারি বেঞ্চের দিকে আঙুল তুলতে দেখা যায় তাঁদের।
অন্যদিকে বঙ্গ বিজেপির সাংসদরাও তৃণমূলের বিক্ষোভের পাল্টা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপির সাংসদরা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হতে দেখা যায়, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়রা। বিজেপি সাংসদদের বক্তব্য, মমতা বাংলার গর্ব নন, বরং বাংলার লজ্জা।
Leave a Reply