Bratya Basu vs. CV Anand Bose

Bratya Basu: রাজ্যপালের শিক্ষামন্ত্রী অপসারণের সুপারিশকে ‘হাস্যকর’ বললেন ব্রাত্য, “অপসারণের ক্ষমতা একমাত্র মুখ্যমন্ত্রীর”

ইউ এন লাইভ নিউজ: রাজ্য-রাজ্যপালের সংঘাত প্রতি নিয়ত বেড়েই চলেছে। গৌরভাঙ্গা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর তার মাত্রা আরও বেড়ে গিয়েছে। কিন্তু এবার সেই সংঘাত এতই প্রবল যে রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে মন্ত্রীসভা থেকে অপসারণের জন্য সুপারিশ করলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রীসভা থেকে অপসারণ করার সুপারিশ করেছেন। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে সেই খবরের পাল্টা জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে এই সুপারিশ “হাস্যকর”।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাজভবন থেকে নবান্ন পৌঁছয় ওই সুপারিশ। তাতে রাজ্যের রাজ্যপাল অভিযোগ করেছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ভোট আবহে আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন। আর সেই কারণেই তাঁকে সরানোর জন্য সুপারিশ করা হয়েছে। তবে ইতিমধ্যে সমাজমধ্যাম গোটা বিষয়টিকে হাস্যকর বলেছেন ব্রাত্য বসু। তাঁর মতে, “দেশের রাষ্ট্রপতির কাছে আমি যদি রাজ্যপালকে সরানোর সুপারিশ করতাম, সেক্ষেত্রে বিষয়টা যতটা হাস্যকর হয়, এক্ষেত্রেও তাই।”

সঙ্গে তিনি আরও বলেন, তিনি কোনও নির্বাচনী বিধি ভেঙে থাকলে যে কোনও রাজনৈতিক দলের সেটি নির্বাচন কমিশনের নজরে আনার অধিকার রয়েছে। কিন্তু এই অভিযোগ সামনে এনে রাজ্যপাল নিজের সাংবিধানিক পদের অপব্যবহার করছেন, এবং নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আনছেন। একই সঙ্গে ব্রাত্য বসু একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ” ভারতের সংবিধান অনুযায়ী কোনও রাজ্যের মন্ত্রীকে নিয়োগ বা অপসারণের সুপারিশ করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী। ” রাজ্যপাল নিজের সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন বলেও সুর চড়িয়েছেন ব্রাত্য।