ক্রোয়েশিয়া – ৩ (১) : জাপান – ১(১)
ব্রাজিল – ৪ : দক্ষিণ কোরিয়া -১
স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে জাপান হয়ে উঠেছিল জায়ান্ট কিলার। এক প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শুরু হয় তা। এরপর স্পেনকে হারিয়ে ইউ টার্ন নিয়ে গ্রুপের সেরা হয়েই নকআউটে এসেছিল নীল সামুরাইরা। ক্রোয়েশিয়াকেও দারুণ চাপে রেখেছিল আগে গোল করে। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি হাজিমে মরিয়াসুর দল।
নির্দিষ্ট সময়ে খেলাটা গড়ালো টাইব্রেকারে। এবারের মতো থেমে গেল জাপানি উৎসব। ৩-১ গোলে জিতেছে শেষ বিশ্বকাপের ফাইনালিস্টরা। ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে।
আর সহজে সাম্বা ফুটবলকে হাতিয়ার করে ব্রাজিলও শেষ আটে। ষোলোর লড়াইয়ে নেমে আরেক এশিয়ার দল দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল। সব আশঙ্কা সরিয়ে খেলেন দলের নেতা নেইমার। গোলও করলেন।
এবার শেষ আটে ‘ হেক্সা মিশন ‘ সামনে রেখে দৌড় শুরু। সামনে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া।
ছবি: সৌ টুইটার।
Leave a Reply