ইউ এন লাইভ নিউজ ডেস্ক: জল্পনা চলছিল, সেই সঙ্গে চেষ্টাও। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। ব্রাজিল ফুটবল কিংবদন্তি রোনাল্ডিনহো গাউচো নিজেই জানিয়ে দিলেন, এবারের পুজো তাঁর কাটবে কলকাতায়! মাস খানেক আগেই কলকাতায় ঘুরে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকে নিয়ে আবেগে ভেসে ছিল কলকাতা। শহরে লেগেছিল উৎসব। বিশ্ব ফুটবল নিয়ে বাংলার মানুষের মধ্যে বরাবরই উন্মাদনা দেখা যায়। ভারত বিশ্বকাপে না খেললে কী হবে, ফুটবল বিশ্বকাপ নিয়ে ভারতবাসী, বিশেষ করে বাংলার মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
পাড়ার মোড়ে চায়ের দোকানে হোক, কিংবা বাড়ির রকে, কফি শপ বা স্কুল-কলেজের অন্দরে বিশ্ব ফুটবল নিয়ে সবসময়ই আলোচনা চলছে। ফুটবল প্রেমে গা ভাসানো কলকাতায় পা রেখেছেন পেলে, মারাদোনা থেকে শুরু করে অলিভার কান, লিওনেল মেসিরা। এবার সেই তালিকায় জুড়তে চলেছেন দু’বারের ব্যালন ডি’ওর এবং ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহো। সোমবার দীর্ঘ ফেসবুক পোস্টে কলকাতায় নিজের সফরসূচি জানালেন ব্রাজিল তারকা। প্রথমবার কলকাতার মাটিতে পা দিচ্ছেন তিনি, তাও আবার দুর্গাপুজোয়। রোনাল্ডিনহো লেখেন, ‘আমি এই প্রথম কলকাতা শহরে আসতে চলেছি। ফুটবল ছাড়াও আমার কলকাতায় আসার একটি সাংস্কৃতিক দিকও রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং, আহিরটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রীন পার্ক ও রিষড়ার পুজোয় অংশ নেব।’
তিনি আরও জানান, এই সফরে চ্যারিটি ফুটবল ম্যাচও খেলবেন রোনাল্ডিনহো। ডায়মন্ডহারবার এফসি ক্লাবের মাঠে সেই খেলা হবে। তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে, তাঁর হাতে জার্সি তুলে দেব। আমি জানি বাংলায় ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। বাংলার দাদার কাছ থেকে ক্রিকেট শিখতে চাই।’ শেষে ব্রাজিল তারকা লেখেন, ‘দুর্গাপুজোয় এবার সাম্বা ম্যাজিক। আমি তোমাদের ভালোবাসি।’ ফুটবল উদ্যোগপতি শতদ্রু দত্তই রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসছেন। তাঁকেও ধন্যবাদ জানাতে ভোলেননি রোনাল্ডিনহো। এর আগে শতদ্রুর উদ্যোগেই কলকাতার বুকে পা দিয়েছেন পেলে, মারাদোনা, কাফু-সহ আরও অনেক নামীদামি ফুটবলার। এবার আসছেন বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহো।
Leave a Reply