ক্যানসার! ফুঁ দিয়েই জেনে নিন হয়েছে কি না

নিউজ ডেস্ক : মরণব্যাধি ক্যানসার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে মাত্র ৩ বছরে ভারতে ক্যানসারে আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ। তাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ২২ লক্ষের বেশি। বিশেষজ্ঞদের ধারণা, ২০৩০ সালের মধ্যে একটি ভয়ঙ্কর জায়গায় পৌঁছাবে ক্যানসার। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এই ক্যানসারও জয় করা সম্ভব। তার জন্য প্রয়োজন এই রোগ সহজে শনাক্তকরণের ব্যবস্থা করা। এবার সেই আশাই দেখিয়েছে আইআইটি রুরকি। ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে এসেছে বড়সড় বিপ্লব।

ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব উপলব্ধি করে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকির অধ্যাপকদের একটি দলের গবেষকরা সহজে ব্যবহারযোগ্য শ্বাস-ভিত্তিক ক্যানসার শনাক্তকারী (BLO ডিটেক্টর) তৈরি করেছে। এটি কালারিমেট্রির নীতিতে কাজ করে। ডিভাইসটি স্তন, ফুসফুস এবং মুখে ক্যানসারের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। ডিভাইসটির প্রাথমিক ক্লিনিকাল ট্রায়াল হয়েছে ভারতের দেরাদুনের একটি ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে।

BLO ডিটেক্টর তৈরির গবেষণার মূলে রয়েছেন অধ্যাপক ইন্দ্রনীল লাহিড়ী, অধ্যাপক পার্থ রায়, অধ্যাপক, দেবরূপা লাহিড়ী ও তাঁদের দল। তবে সাধারণ মানুষের কাছে এই ডিটেক্টর যাতে সহজে পৌঁছে যায় সেই উদ্দেশ্যে, টাটা স্টিল এবং ইনস্টিটিউটের হাতে প্রযুক্তি স্থানান্তরের চুক্তি হয়েছে৷ বিএলও ডিটেক্টরের প্রধান গবেষক অধ্যাপক ইন্দ্রনীল লাহিড়ী জানিয়েছেন, এটি একটি ছোট স্ক্রীনিং ডিভাইস। এই যন্ত্রটিতে ফুঁ দিলেই, একটি রঙ দেখা যাবে। রঙের কোডের সঙ্গে সাবস্ট্রেটের রঙ মেলালেই বোঝা যাবে স্তন, ফুসফুস বা মুখের ক্যানসার পরীক্ষার ফলাফল।

আরও পড়ুন : দীপাবলিতে কৃষকদের বড় উপহার! ৬ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *