লোকসভা নির্বাচনের আগেই দেশে হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা মোদি সরকারের

নিউজ ডেস্ক: বন্দে ভারত অতীত। সারা বিশ্বকে তাক লাগিয়ে চলতি বছরের ডিসেম্বর থেকেই চলতে পারে হাইড্রোজেন ট্রেন। এবার তারই প্রস্তুতি নিতে শুরু করে দিল কেন্দ্রের মোদি সরকার। সূত্রের খবর, বাংলাও পেতে পারে একটা হাইড্রোজেন ট্রেন।

বুধবারই কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ। ওই বাজেটে গ্রিন এনার্জির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ধোঁয়াহীন হাইড্রোজেন ট্রেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এক্ষেত্রে সাফল্য পেলে ভারত হবে বিশ্বের তৃতীয় দেশ যারা এরকম ট্রেন চালাচ্ছে।

হাইড্রোজেন ট্রেন চালানোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে জার্মানি এবং দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে হাইড্রোজেন ট্রেন চালানোর চিন্তাভাবনা করছে সরকার। ভারতীয় রেলের পরিকল্পণা অনুযায়ী বিভিন্ন হেরিটেজ সাইটে এই ট্রেন চালানো হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘রেল যে ‘গো গ্রিন’ কর্মসূচি নিয়েছে তা সবার আগে চালু হবে হেরিটেজ রুটগুলিতে।’’ সবচেয়ে বড় ব্যপার এক্ষেত্রে ইলেক্ট্রিক অথবা ডিজেল চালিত ইঞ্জিনের থেকে কম খরচ হবে হাইড্রোজেন ট্রেনে।

২০২৩-এর বাজেটে আরও বেশী বন্দে ভারত চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার। গত ২ বছরে রেলের খাতে বরাদ্দ বেড়েছে বেশ খানিকটা। এছাড়া অমৃত ভারত স্টেশন প্রকল্পে বরাদ্দ বাড়ানোর কথা ভাবছে সরকার। বাজেটে পরিকাঠামোর ওপর বিনিয়োগ বেড়েছে ১২০%।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *