‘পিএম শ্রী’ প্রকল্পে স্কুলের উন্নতিকরণে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, সরকারি সাধারণ স্কুল হবে স্মার্ট

নিউজ ডেস্ক– সারা দেশে ১৪৫০০ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলকে ‘পিএম শ্রি’ বা প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই প্রকল্পে আগামী ৫ বছরে খরচ হবে ২৭ হাজার ৩৬০ কোটি টাকা। মোট বরাদ্দ বাজেটের মধ্যে ১৮ হাজার১২৮ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। বাকি দিতে হবে রাজ্যগুলিকে। এই প্রকল্পের ফলে ১০ লক্ষ ৮০ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে।

গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০ মেনে প্রাথমিক ভাবে বেশ কিছু স্কুলকে মডেল করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, এই মডেল স্কুলে পড়ুয়া ভর্তি থেকে তাদের মূল্যায়ন সবই রেকর্ড রাখা হবে। চলতি বছরে এটি পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু করবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এই প্রকল্পে, কেন্দ্রের তরফে বরাদ্দ অর্থ সরাসরি স্কুলগুলিকে প্রদান করা হবে। বরাদ্দকৃ অর্থের ৪০ শতাংশ স্কুলের কোন খাতে ব্যবহার করবে, তা স্কুল কমিটি ও প্রধানশিক্ষক সিদ্ধান্ত নিতে পারবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই প্রথম দেওয়া হচ্ছে স্কুলগুলিকে।

এই প্রকল্পে স্কুলগুলি অনলাইনে নিজেরাই আবেদন করতে পারবে। অনলাইন আবেদন খোলা হবে বছরে চারবার। তবে আবেদন করলেই হল না, স্কুল বাছাইয়ে তিনটি স্তর থাকছে।

১) কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য এবং রাজ্যগুলিকে জাতীয় শিক্ষানীতি প্রকল্প গ্রহণ করতে হবে।

২) স্কুলগুলি আবেদন করতে চাইলে, জাতীয় শিক্ষা নীতির বিধি মেনে তাদের নূন্যতম বেঞ্চমার্ক পার করতে হবে। পাশাপাশি, আবেদনের সঙ্গে দেওয়া তথ্য ফিজিক্যাল ভেরিফাই করা হবে।

৩) প্রতিটি ব্লকে সর্বোচ্চ দুটি স্কুলকে বাছাই করা হবে। সেটি প্রাথমিক, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি হতে পারে।

পাশাপাশি জানানো হয়েছে, স্কুলগুলিকে গ্রিন স্কুল হিসেবে চিহ্নিত করা হবে। অর্থাৎ পুরোপুরি পরিবেশ বান্ধব স্কুল চত্বর হতে হবে। যেখানে এল ই ডি আলোর ব্যবহার, প্রকৃতিক উপায়ে চাষ, বর্জ্য অপসারণ, প্লাস্টিক ফ্রি, প্রাকৃতিক জলধারণের ব্যবস্থা থাকবে, সেগুলিকেই অগ্রগণ্য হিসেবে বিচার করা হবে।