নিউজ ডেস্ক: হাইকোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সভা করার অনুমতি দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে কোর্ট জানিয়েছে, শান্তিকুঞ্জের শান্তি রক্ষা করার দায়িত্ব নিতে হবে পুলিশকেই।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সভা আটকানো যায় না। তবে সভা বা সমাবেশের নামে কারও ব্যক্তি স্বাধীনতা যাতে খর্ব না হয় তা-ও নজরে রাখা প্রয়োজন। কাঁথিতে অভিষেকের সভা নিয়ে এমনই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।
এদিন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, শুভেন্দু এবং তাঁর বাবা শিশির অধিকারীর অনুমতি ছাড়া কেউ যাতে শান্তিকুঞ্জে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে হবে পুলিশকে।
শান্তিকুঞ্জের একশো মিটারের মধ্যে সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন, তাঁর পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। সেই কারণেই ৩ ডিসেম্বর শুভেন্দুর কাঁথির বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে সভা করতে চেলেছেন অভিষেক।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ‘ধেড়ে ইঁদুর বেরোবে’ বলে কটাক্ষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এদিন বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, পুলিশ সুপার, ওসি-কে বলে কোনও লাভ হয়নি। তাই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে।