ফের জরিমানা মানিকের, এবার ৫ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট

নিউজ ডেস্ক: প্রাথমিক সিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি জেলবন্দি মানিককে আবারও ৫ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক কি কারণে মানিক ভট্টাচার্যকে জরিমানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

জানা গেছে, সাহিলা পারভিন নামে এক টেট পরীক্ষার্থী ২০১৭ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন। আরটিআই করার পরেও ওএমআর শিট পাননি। পর্ষদ তখন জানায়, ৫০০ টাকার ড্রাফ্ট কেটে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে। পর্ষদের নির্দেশ মতো ওই পরীক্ষার্থী আবেদনও করেন। কিন্তু তারপরেও তাঁর আবেদন পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে পর্ষদ।

মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী তীর্থঙ্কর দে জানান, যে পদ্ধতিতে তাঁর মক্কেল আবেদন করেছেন তার কোনও বিকল্প হয় না। এরপরেই কলকাতা হাইকোর্টেরর দ্বারস্থ হন সহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একবার মানিক ভট্টাচার্যকে জরিমানা করেন।

এই নিয়ে দ্বিতীয়বার মানিক ভট্টাচার্যের জরিমানা করল কলকাতা হাই কোর্ট। এর আগে চলতি মাসের ১৬ জানুয়ারি মানিককে ২ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।