আমাকে আমার মতো কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: আপনি ভাল করছেন। আপনি আপনার মতো কাজ চালিয়ে যান। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্প্রতি এমনই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাইকোর্টের এক মামলার শুনানি চলাকালীন একথা নিজেই জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি নব মহাকরণের একটি অংশ কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রীকে নিজের পরিচয় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখনই মমতা বলেন আপনি ভাল কাজ করছেন। আপনি আপনার মতো কাজ চালিয়ে যান।

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করছে ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেই তাঁর বিরুদ্ধে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে প্রধান বিচারপতিকে চিঠি লেখেন কয়েকজন আইনজীবী।

গত সপ্তাহেই হাই কোর্টের আইনজীবীদের একাংশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে ওই চিঠি লেখেন। সে ঠিঠির প্রসঙ্গে সোমবার নিজেই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: কর্মীরা গেছেন আন্দোলনে, নিজেই টেবিলে ফাইল তুলে নিলেন প্রধান বিচারপতি

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিককে দেখতে পেয়ে বিচারপতির মন্তব্য, আমাকে নিয়ে ব্যস্ত আছেন? আমি জেনেছি কয়েক জন আইনজীবী আমার নামে অভিযোগ করেছেন।

মঙ্গলবার এক মামলার শুনানি চলাকালীন তিনি বলেন, দুর্নীতি সামনে আনার জন্যই তো আমার জন্য নানা পদক্ষেপ করা হচ্ছে। প্রধান বিচারপতির কাছে নালিশ করা হচ্ছে। কিন্তু আমি আবার বলছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, করব। যথেষ্ট হয়েছে।