নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই আসরে নামতে চলেছে শাসক বিরোধী দুপক্ষই। সমুদ্রপাড়ে শনিবার যখন ঝড় তুলতে চলেছেন তৃণমূলের যুবরাজ, তখনই ডায়মন্ড হারবারের কুলপিতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহল মনে করছে, কাতার বিশ্বকাপের উত্তেজনাকেও ছাপিয়ে যেতে পারে শুভেন্দু-অভিষেককে সভার উত্তেজনা।
৩ ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রভাত কুমার কলেজ মাঠে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে অভিষেকের সভার। এই সভার আপত্তি জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মামলাটি ওঠে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে।
শুভেন্দুর অভিযোগ, অধিকারী পরিবারকে হেনস্থা করার জন্যই শান্তিকুঞ্জ থেকে ১০০ মিটারের মধ্যে সভা করছেন অভিষেক। যদিও শুভেন্দুর এই অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারপতি মান্দা। তৃণমূলের সভার অনুমতি দিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, শান্তি কুঞ্জের শান্তি রক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশকে।
অন্যদিকে ডায়মন্ড হারবারের কুলপিতে সভা করার পরিকল্পনা ছিল বিজেপির। সেই সভার অনুমতি নিয়েও তৈরি হয়েছিল আইনি জটিলতা। জট কেটেছে বিজেপির সভারও। কুলপিতে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিয়েছে আদালত।
আরও পড়ুন: বাংলার প্রশংসায় রাজ্যপাল, ৬৩ পাতার রিপোর্ট সুকান্তর
কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করতে পারবেন শুভেন্দু। পাশাপাশিই কড়া নির্দেশ, সাধারণ মানুষের অসুবিধা না করে, শব্দবিধি মেনে সভা করতে হবে।
অধিকারী গড়ে অভিষেকের সভা আর অভিষেকের লোকসভা কেন্দ্রে শুভেন্দুর সভাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে।