নিউজ ডেস্ক: অখিল ইস্যুতে বৃহস্পতিবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অখিলের মন্তব্য হলফনামা আকারে কোর্টে জমা দিতে হবে। এর পাশাপাশি পুলিশের তদন্ত কতটা এগিয়েছে সেই রিপোর্টও জমা দিতে হবে আদালতে। এই মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর।
অখিল গিরির আইনজীবী ফিরোজ এদুলজি বৃহস্পতিবার আদালতে বলেন, ”যিনি এই মামলা করেছেন, তিনি বিজেপি লিগ্যাল সেলের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়েছেন। এটা রাজনৈতিক পদ। ফলে এটা উদ্দেশ্য প্রণোদিত মামলা। এই মামলার গ্রহণ যোগ্যতা খতিয়ে দেখা হোক।”
সম্প্রতি নন্দীগ্রামের এক সভায় রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করেন অখিল গিরি। তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। তিনি বলেন, ”আমরা থানায় এফআইআর করেছি। অথচ পুলিশ বলছে, কোনও অভিযোগ জমা পড়েনি। নিজেরা অনুসন্ধান করছে। এটা সঠিক কথা নয়।”
এই মামলার শুনানিতে রাজ্য সরকার জানিয়েছে, অখিল গিরির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তারপরই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে আদালত।
আরও পড়ুন: রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলালেন অভিনেত্রী রিয়া সেন
প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী দুসপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। বলা হয়েছে, অখিল গিরির বিরুদ্ধে আদৌ রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিয়েছে কিনা তা রিপোর্ট আকারে জানাতে হবে। পাশাপাশি এখনও পর্যন্ত যে সমস্ত থানায় অখিলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সেখানে পুলিশ কীভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তাও রিপোর্টে উল্লেখ করতে হবে।
Leave a Reply