Justice Abhijit Ganguly: `দুর্নীতি আরও বাড়ছে, কতদিন চলবে তদন্ত?’ ফের সিবিআইয়ের বিরুদ্ধে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিউজ ডেস্ক: `আরও কতদিন চলবে তদন্ত?’ ফের সিবিআইয়ের বিরুদ্ধে প্রশ্নের আঙ্গুল তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি আরও দুর্নীতির ইঙ্গিত তিনি পাচ্ছেন জানিয়ে তদন্তে লোক বাড়ানোর কথাও বলেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির এই প্রশ্ন প্রথমবার নয়। এর আগে একবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও সেই মন্তব্যের পর আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরই আস্থা রেখে বলেছিলেন, ‘সিবিআই ম্যাজিক দেখাতে পারে।’

রাজ্যের একাধিক দুর্নীতির দায়ভার তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কাঁধে। সোমবার একটি মামলার শুনানি চলার সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের এক আইনজীবীর উদ্দেশে মন্তব্য করেন, “কাল এক জায়গায় গিয়েছিলাম। সমাজের উপরমহলের বহু মানুষ সেখানে ছিলেন। তাঁরা প্রত্যেকেই আমায় জিজ্ঞেস করছেন, তদন্ত কবে শেষ হবে। আর আমি কোনও জবাব দিতে পারছিনা।”

আরও পড়ুন: “কাজে ভুল হতেই পারে, তবে তা শুধরে নেওয়াটাই আসল”, পরামর্শ মুখ্যমন্ত্রীর

পাশাপাশিই আবার অন্য একটি মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘লোক কোথায়? সিবিআইকে লোক বাড়াতে হবে, এইরমভাবে চলবেনা। আমার চোখে যা আসছে, তাতে আরও দুর্নীতির ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে লোক না বাড়ালে হবে না। প্রয়োজনে এই নিয়ে কোর্টের অর্ডার দেওয়া হবে, কারণ সিবিআই আরও বহু মামলার তদন্ত করছে। এবং প্রয়োজনে আমি অর্ডার দেব।’

আরও পড়ুন: দেশেই নিষিদ্ধ অস্কার মনোনীত ছবি, কেন জানেন?