নিউজ ডেস্ক: রাজ্য পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরু সহ একাধিক দুর্নীতিতে কার্যত কোনঠাসা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই গোদের ওপর বিষ ফোঁড়া হয়েছে জাতীয় দলের স্বীকৃতি হারানো। এই পরিস্থিতিতে বন্যার ক্ষতিপূরণের টাকা বিলিতেও দুর্নীতির অভিযোগ শাসকদলের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া করতে চলেছে। মালদহ জেলায় বন্যার ক্ষতিপূরণের টাকা বিলিতে বিস্তর গরমিলের অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সিএজি তদন্তের নির্দেশ দিলেন।
২০১৭ সালে মালদহে বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকার ৫৮ কোটি টাকা দিয়েছিল। বিপর্যস্তদের ঘর-বাড়ি মেরামতির জন্য ২০১৯ সালে সেই টাকা বিলি করা হয়। কিন্তু তাতেও গরমিলের অভিযোগ উঠেছে। মামলাকারী প্রাক্তন বিধায়ক মুস্তাক আলমের অভিযোগ, ক্ষতিপূরণের টাকা পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা নিজেদের আত্মীয়দের দিয়ে দিয়েছেন। মঙ্গলবার সেই মমলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। শুনানি শেষে আদালত, গোটা ঘটনার তদন্তভার তুলে দিয়েছে ক্যাগের হাতে। রাজ্যের কাছে এই সংক্রান্ত যা নথি রয়েছে তাও ক্যাগের হাতে দেবে রাজ্য সরকার। ক্যাগ তদন্ত করে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে। আদালত আরও জানিয়েছে, যদি তদন্তে কোনও গলদ পাওয়া যায় তবে সিবিআই তদন্তও হতে পারে। আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।
Leave a Reply