নিউজ ডেস্ক: গ্ৰুপ ডি নিয়োগ মামলার তদন্তে এবার আরও কড়া কলকাতা হাইকোর্ট। `অত্যন্ত ধীরগতিতে চলছে তদন্ত!’, প্রশ্ন তুলে সিটের সদস্য বদলানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ মামলার তদন্তে সিবিআই-এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা হয়েছিল গত জুন মাসে। পেরিয়েছে প্রায় ৬ মাস। এখনও তদন্তের অগ্রগতিতে খুশি নন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবার (১৬ নভেম্বর) সিবিআইয়ের সিট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে দুই আধিকারিককে সরানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। ওই দুই আধিকারিকের বদলে সিটে আনা হল নতুন চার আধিকারিককে।
সিটে কী বদল?
আদালতের নির্দেশে, সিট থেকে বাদ পড়েছেন দুই আধিকারিক ডেপুটি এস পি কে সি রিসিনামোল ও ইন্সপেক্টর ইমরান আশিক। তাঁদের বদলে চার অফিসার অংশুমান সাহা, বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠী ও ওয়াসিম আক্রম নামে চার আধিকারিকের নাম দেওয়া হয়েছে। দিল্লি থেকে ডিআইজি অখিলেশ সিং নেতৃত্ব দেবেন। তিনি যাতে অন্য কোনও তদন্তে হাত না দেন, তাঁকে যাতে কলকাতা থেকে সরানো না হয়, সেই নির্দেশও দিয়েছে হাইকোর্ট। সাত দিনের মধ্যে তাঁকে দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন: উত্তপ্ত কেশপুর, বোমার আঘাতে হাত উড়ল তৃণমূল কর্মীর
কেন হাইকোর্টের এমন পদক্ষেপ?
চলতি বছরের জুন মাসে সিট গঠন হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ৫৪২ জনকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল সিটের। বুধবার সেই নির্দেশের যাচাই করতে গিয়ে জানতে পারে এখনও পর্যন্ত ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআইয়ের সিট। যা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, “শুধুমাত্র ১৬! ১৮ মে থেকে তদন্তে, মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? ৫৪২ জনের ১০ শতাংশ বা ৫ শতাংশকেও জিজ্ঞাসাবাদ করা হল না কেন? ৬ মাস শেষ। সিবিআই তদন্তের কিছুই করেনি। সিবিআই ৬ মাস পর কী করছে?”
আরও পড়ুন: আমেরিকাকে হতাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প, কেন একথা বললেন বাইডেন?