নিউজ ডেস্ক: শনিবার অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হইকোর্ট। এরপর অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা থাকল না ইডির। এর পাশাপাশি কেষ্টকে এক লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কোর্ট। দিল্লি ও কলকাতা হাইকোর্ট একই ধরনের আবেদন করায় ১ লক্ষ টাকা জরিমানির নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এদিন হাইকোর্টে অনুব্রতর আইনজীবী দাবি করেন, প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করবে না বলে দিল্লি হাইকোর্টে মৌখিক আশ্বাস দিয়েছিল ইডি’। এরপর বিচারপতি বলেন, ‘দিল্লি হাইকোর্টে একাধিকবার শুনানি হয়েছে, মৌখিক আশ্বাসে ভরসা করলেন কেন?’ বিচারপতি বিবেক চৌধুরী এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘৪ মাস ধরে মামলা চলছে, নির্দেশনামায় ইডি-র আশ্বাস রেকর্ড করা হোক, চাইলেন না কেন?’ বিচারপতি বলেন, ‘এখানে তো প্রতিক্ষেত্রে আপনারা মৌখিক আশ্বাসের প্রতিফলন নির্দেশনামায় চান’।
হাইকোর্টে অনুব্রতর আইনজীবী আরও বলেন, ‘অনুব্রতর উপযুক্ত চিকিৎসার জন্য গতকালও নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। ১৭ মার্চ দিল্লি হাইকোর্টে মামলার শুনানি রয়েছে, সেই পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হোক’। বিচারপতি বলেন, দিল্লি হাইকোর্টে এই মর্মে আবেদন জানাতে পারতেন। অন্য দিকে, অনুব্রতকে নিশানা করে ইডির আইনজীবী বলেন, ‘অন্য হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে আবেদন করছেন অনুব্রত। তথ্য গোপন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ছুটির দিনে আদালতের সময় নষ্ট করা হয়েছে। একজন আইনজীবী হিসেবে বলব, বড় জরিমানা করা উচিত।
Leave a Reply