মেডিক্যাল কলেজ: অনশনের অষ্টম দিনে পড়ুয়াদের সমর্থনে প্রতীকি অনশন অভিভাবকদের

নিউজ ডেস্ক: মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াদের অনশন বৃহস্পতিবার অষ্টম দিনে পড়ল। এখনও জট কাটার কোনও লক্ষন নেই। উল্টে পড়ুয়াদের সমর্থনে এদিন প্রতীকি অনশনে বসেন অভিভাবকরা। এরপরেও ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা না হলে শনিবার মেডিক্যালে নাগরিক কনভেনশন হবে। সবমিলিয়ে মেডিক্যাল কলেজের ছয় ছাত্রর অনশন ঘিরে চাপানউতোর অব্যাহত।

অন্যদিকে বৃহস্পতিবারই ট্রপিক্যাল মেডিসিনে আসছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী-সহ স্বাস্থ্যভবনের শীর্ষ নেতৃত্ব। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি সমাধান সূত্র বের করতে মেডিক্যাল কলেজে যাবেন তাঁরা?

বুধবার আন্দোলনরত পড়ুয়াদের অনশন প্রত্যাহারের জন্য আবেদন করেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষের সঙ্গে অন্যান্য ফ্যাকাল্টি অধ্যাপকরা দীর্ঘ সময় আলোচনা করলেও সমস্যার সমাধান হয়নি।

অনশনরত পড়ুয়াদের পক্ষ থেকে এক ছাত্র জানিয়েছেন, “মেডিক্যালেরর ছাত্র সংসদ গঠনের দাবিকে সমর্থন জানিয়েছে প্রায় সব কলেজ, বিশ্ববিদ্যালয়। সমর্থন জানিয়েছেন, কলেজের সিনিয়র সদস্যরাও। তাই বৃহস্পতিবার অভিভাবকরাও ১২ঘণ্টার প্রতীকি অনশনে বসবেন। সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অনশন করবেন। শনিবার নাগরিক কনভেনশন।’’

আরও পড়ুন: পাপ্পু কটাক্ষ থেকে গুজরাট নির্বাচন, লোকসভায় নির্মলা-মহুয়া বাগযুদ্ধ

এদিকে, ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, মেডিক্যালের অনশন ও বিক্ষোভে কোনও পিজিটি যোগ দিয়েছে কী না তা দেখা হচ্ছে। দেখা হচ্ছে রোজ আউটডোর ও বিভিন্ন বিভাগে ভরতি হওয়া রোগীদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কী না। ডিউটি রোস্টার মেনে পিজিটিরা কাজে যোগ দিচ্ছেন কী না?

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *