মেডিক্যাল কলেজ: ‘অনশন না তুললে বৈঠক নয়’ জানাল স্বাস্থ্য দফতর

নিউজ ডেস্ক: আন্দোলনকারী পড়ুয়ারা অনশন না তুললে বৈঠকে বসবেন না স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। মঙ্গলবার এমনই বার্তা দিয়েছে স্বাস্থ্যসচিব। যদিও আন্দোলনকারীদের সঙ্গে স্বাস্থ্যসচিবের এই বৈঠক নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এদিন তাতেই সিলমোহর পড়ল।

মঙ্গলবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, বৈঠক বাতিল। শনিবার অনশনকারীদের অনশন তুলে নির্বাচনের দিন নিয়ে আলোচনার টেবিলে ডেকেছিলেন স্বাস্থ্য সচিব। সেইমতো মঙ্গলবার বৈঠকের দিন ঠিক করা হয়। কিন্তু এরপর চারদিন কেটে গেলেও অনশন ওঠেনি।

সোমবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতা মেডিক্যাল কলেজ গিয়ে আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতেও বরফ গলেনি। সূত্রের খবর, এরপর‌ই রাজ্য প্রশাসন কড়া অবস্থান নেয়। আর তার জেরেই বাতিল হয়ে গেল স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক।

আরও পড়ুন: ঐতিহাসিক পদক্ষেপ নৌসেনার, এবার মার্কোস বাহিনীর কমান্ডো হতে পারবেন মহিলারাও

চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার বলেন, তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। যাঁরা এখানে আন্দোলন করছে, যে পাঁচজন অনশন করছেন তাঁদের সঙ্গে কথা বললাম। আমার অনুরোধ ছিল অনশনটা তোলা হোক। ওরা যে নির্বাচনের কথা বলছে, সে নির্বাচন নিশ্চিতভাবে হবে। ছাত্র সংসদের নির্বাচন হবেই। তবে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা চলছে। ফলে নির্বাচনের ঠিক তারিখ বলা এখনই সম্ভব নয়। এতদিন নির্বাচন হয়নি কারণ কোভিডের প্রোটোকল ছিল। এমনকী এখনও কোভিডের সব প্রোটোকল তোলা হয়নি। ফলে আমরা সবদিকে নজর রেখেছি। সংসদের নির্বাচন তো নিশ্চয়ই হবে। তবে সেটা কবে হবে তা কথা বলে ঠিক করা হবে।”

Somnath Adak

Related Posts

Howrah Incident: শালিমারে ধুন্ধুমার! ইটবৃষ্টি, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হল র‍্যাফ

ইউ এন লাইভ নিউজ: হাওড়ার শালিমারে ধুন্ধুমার কাণ্ড। শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উত্তেজনা ছড়ায়। শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুরু…

BCCI: দুশ্চিন্তাগ্রস্ত কিংবদন্তি গাভাস্কার! অদূর ভবিষ্যতে ক্রিকেট নির্মাণ কারখানায় কী তালা পড়তে চলেছে?

ইউ এন লাইভ নিউজ: ক্রিকেট বোর্ডের বর্তমান কাজকর্ম নিয়ে রীতিমত দুশ্চিন্তাগ্রস্ত কিংবদন্তি গাভাস্কার। তাঁর ধারণা, বিসিসিআই যেভাবে চলছে তাতে অদূর ভবিষ্যতে ক্রিকেট নির্মাণ কারখানায় তালা পড়তে চলেছে। তাঁর মূল দুশ্চিন্তা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *