নিউজ ডেস্ক: ঘরের কাছে এসে পড়ল মর্টারের শেল। আতঙ্কে এলাকাবাসী। রক্ষে, ফাটেনি সেই মর্টারের শেল। ফলে হতাহতেরও কোনও কবর নেই। মর্টার শেল দুটি ঘিরে রেখেছে বিজিবির সদস্যরা। সেগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে বলে বিজিবি সূত্রের খবর।
রবিবার বিকেল সাড়ে তিনটের দিকে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় দুটি মর্টারের শেল এসে পড়ে। স্থানীয় প্রশাসন ও ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে, রাখাইন রাজ্যে, মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে।
এদিন সকাল থেকেই দু-পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। দুপুরে সীমান্তে মায়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকেলে বাংলাদেশের সীমান্তের মধ্যে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে। তারপরেই আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শূন্যরেখার দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: একমাস পিছিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচন হবে ১৭ অক্টোবর, জানালেন কে সি বেনুগোপাল
শূন্যরেখার আশ্রয়শিবিরে ৬২১টি রোহিঙ্গা পরিবারের প্রায় ৪ হাজার ২০০ জন রয়েছেন। গুলির শব্দে বেশ আতঙ্কে আছেন তাঁরা। ২০১৭ সালের ২৫ অগষ্ট রাখাইনে অভিযান শুরু করে মায়ানমারের সেনাবাহিনী। রোহিঙ্গাদের ওপর নির্বিচার চলে হত্যাকাণ্ড। প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
এর আগেও বিভিন্ন সময়ে মায়ানমার থেকে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা আছেন। এই পরিস্থিতিতে মর্টারের শেল আশ্রয় শিবিরে এসে পড়ে তাহলে অনেকের প্রাণ হারানো আশঙ্কা রয়েছে।
Leave a Reply