পঞ্চায়েত নির্বাচনে এবার প্রার্থী বেছে নিতে পারবেন নিজেরাই

নিউজ ডেস্ক: সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর এবার  পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই হবে একেবারেই জনমতের ভিত্তিতে। নিজেদের প্রার্থী বেছে নিতে পারবেন নিজেরাই। নজিরবিহীন এই পরিকল্পনা নিয়ে রাজ্যের শাসকদল শুরু করল নয়া কর্মসূচি – ‘তৃণমূলে নবজোয়ার’। বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে এই কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে তিনি জানান, ”নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ এর আগে বাংলা কেন, ভারতে কখনও কোথাও হয়নি। এটা হবে মানুষের পঞ্চায়েত। ৬০ হাজার গ্রামীণ বুথে মানুষের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। গোপন ব্যালটে আপনারা পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। আমি দু’মাস রাস্তায় থাকব। কলকাতায় ফিরব না।”

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির একটি অংশ ‘গ্রামবাংলার মতামত’। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত চলবে এই জনসংযোগ যাত্রা। সামগ্রিক কর্মসূচির রূপরেখা ঠিক করে দিলেন অভিষেক। এই কর্মসূচিকে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রার সঙ্গে তুলনা করা হলেও তা উড়িয়ে দিয়েছেন অভিষেক। তিনি বললেন, ”আমরা কংগ্রেসের মতো পায়ে হেঁটে বাংলা ঘুরব না। সেটা ২ মাসে করা একেবারেই অসম্ভব। আমরা পঞ্চায়েত স্তরে মানুষের সঙ্গে কথাবার্তা বলে বোঝার চেষ্টা করব, তাঁরা প্রার্থী হিসেবে কাকে চান। সেটাই আমাদের মূল লক্ষ্য। এমন প্রার্থী চাই, যিনি গ্রীষ্ম-শীত-বর্ষা সারাবছর ধরে মানুষের হয়ে কাজ করবে।” অভিষেকের আরও বক্তব্য, ”আমি বুথে বসে ভাবছি, আমার পঞ্চায়েতে দাঁড়ালে দুর্নীতি হবে না, সব পরিষেবা পাব। এটা বড় সুযোগ। এই সুযোগ দেওয়া হচ্ছে মানুষকে। দলের সুপারিশের উপর হল মানুষের সুপারিশ। এর মধ্যে মানুষের মতামত নেওয়া হবে। আর এটাই নবজোয়ার।”

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *