৭ বছরের অপেক্ষার অবসান, ২০১৪ এবং ২০১৭ এর টেটে উত্তীর্ন চাকরিপ্রার্থীরা জানতে পারবেন তাঁদের প্রাপ্ত নম্বর

নিউজ ডেস্ক: ২০১৪ সালে টেট পাশ করেছিলেন ১ লক্ষ ২৫ হাজার জন। ২০১৭ তে সেই সংখ্যাটা ছিল ৯,৮৯৬। বছরের পর বছর তাঁরা অপেক্ষা করেছে সুবিচারের, তবে অপেক্ষায় হতে হয়েছে ব্যর্থ। অবশেষে দীর্ঘ ৭ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে চলতি সপ্তাহে। যাঁরা ওই দুই বছর টেট পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা জানতে পারবেন লিখিত পরীক্ষায় তাঁদের প্রাপ্ত নম্বর। এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৭ সালের প্রাপ্ত নম্বরের তথ্য সোমবারের মধ্যেই দেওয়া যাবে। তবে, ২০১৪ সালের তথ্য নিয়ে সমস্যা রয়েছে। সেই তথ্য দিতে দিতে কয়েকটা দিন লেগে যাবে। তবে, এই সপ্তাহের মধ্যেই টেট উত্তীর্ণরা তাঁদের প্রাপ্ত নম্বর জানতে চলেছেন, এ বিষয় নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা দফতর।

আরও পড়ুন: রাজধানীতে কমছে দূষণ, খুলছে স্কুল, দফতর

টেট পরীক্ষায় উত্তীর্ন চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর জানার বিষয় বহু বছর চলেছে বিক্ষোভ। দায়ের হয়েছে মামলা। সেই মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১১ হাজার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু করেছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৪ই নভেম্বর। তারপর হবে নিয়োগ। ১৪ই নভেম্বরের আগেই জানা যাবে তাঁদের প্রাপ্ত নম্বর। এতে, চাকরিপ্রার্থীদের সুবিধা মিলবে অনেকটাই।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “প্রাপ্ত নম্বর সামনে আসার ফলে, নিয়োগ প্রক্রিয়াতেও আসবে স্বচ্ছতা।” তিনি আরও জানান, ” ২০২২ সালের ডিসেম্বরে যে নতুন টেট হবে, তার ফলাফল প্রকাশের সময়ই বিস্তারিত ভাবে জানানো হবে নম্বর।”

আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের হেরিটেজ ভবন ভাঙার কাজে স্থগিতাদেশ হাইকোর্টের