দীপঙ্কর গুহ:
” ফাইনাল যদি আমরা জিতে নিতে পারি, কাতারে বিশ্বকাপ ফুটবলে হয়তো বাড়তি মনোবল নিয়ে খেলতে দেখা যাবে ইংল্যান্ড ফুটবল টিমকে।” বক্তা এলেবেলে কেউ নন। স্বয়ং জস বাটলার। টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক। রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ইংল্যান্ড – পাকিস্তান।
ম্যাচের আগেরদিন ইংল্যান্ড নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল, কেমন বুঝছেন পাক বোলিং? উত্তরে বিনম্র ভাব। বাটলার বলেছেন, ” এদের অনেককেই দেখবেন বিশ্ব ক্রিকেটের মহা তারকা একদিন হয়ে উঠবে।”
ইংল্যান্ড অধিনায়ক হয়ে প্রথমবার বিশ্বকাপের মতন বড় টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামছেন বাটলার। ” ইংলিশ কালচারে খেলাটা একটা বড় ব্যাপার। বিশ্বের অন্য প্রান্তে আমরা খেলতে নামছি। আরেক প্রান্তে বিশ্বকাপ ফুটবল খেলতে নামছে হ্যারি কেনরা। আমাদের দেশে ফুটবলের মাদকতার সঙ্গে অন্য খেলা বেমানান। এবারের বিশ্বকাপ ফ্রি টু এয়ার টেলিভিশন চ্যানেলে দেখাবে হবে।”
বাটলার আবার এটাও জানেন ২০১৯ সালে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর, ক্রিকেট নিয়ে আগ্রহ আরও বেড়েছে। কিন্তু এই ফাইনাল ম্যাচ সেদেশের সময় সকাল ৮ টা থেকে কতজন ট্রাফালগার স্কোয়ারে বিগ স্ক্রিনে দেখতে ভিড় করবেন – সন্দেহ আছে। তবে বাড়িতে বাড়িতে এই ম্যাচ টিভি সেটে অনেকেই দেখে বাটলারদের জন্য গলা দাঁড়াবেন, এটা ইংল্যান্ডের নেতাটি জানেন।
পাকিস্তানে গিয়ে ৭ ম্যাচের সিরিজ খেলার অভিজ্ঞতায় বাটলার বুঝেছেন , ফাইনাল ম্যাচটি মোটেই সহজ হবে না। কঠিন চ্যালেঞ্জ। বলেছেনঃ ” আগেও বলেছি, শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি। হলে এই দলের সঙ্গে অনেক ম্যাচ খেলা হয়ে গেছে। কিছু ম্যাচ আমরা দারুণ খেলে জিতেছি। দলের আত্ম বিশ্বাস জমাট। সেটাই ফাইনালে ধরে রাখতে হবে। দল হয়ে করতে হবে। চাপমুক্ত থাকতে হবে। তাহলে সাফল্যও আসবে।”
Leave a Reply