MS Dhoni

MS Dhoni: অস্ত্রোপচার করতে হবে না ‘ক্যাপ্টেন কুল’-কে

ইউ এন লাইভ নিউজ: মহেন্দ্র সিং ধোনির চোট নিয়ে যতই জল্পনা ছড়াক, যতই তাঁর লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করার গুঞ্জন উঠুক, সে সব কিছুই সত্যি নয়। বরং ধোনির চোট তেমন গুরুতর নয় বলেই জানালেন চেন্নাই সুপার কিংস সিইও কাশী বিশ্বনাথন।

শুধুই চেন্নাই সুপার কিংসের সর্বময় কর্তা নন, তামিলনাড়ু ক্রিকেট সংস্থাতেও অত্যন্ত প্রভাবশালী চরিত্র কাশী। রবিবার আইপিএল ফাইনালের দিন কাশী জানান, “ধোনি অস্ত্রোপচার করতে লন্ডন যাচ্ছে, এরকম কোনও খবর আমার কাছে অন্তত নেই। আমি যতদূর জানি ওঁর চোট তেমন গুরুতর নয়।” প্রসঙ্গত উল্লেখযোগ্য, গতবারের মতো এবারের আইপিএলেও চোট ভুগিয়েছে এমএস ধোনিকে। অনেক সময়ই দেখা গিয়েছে যে, খেলা শেষে তিনি হাঁটতে না পেরে রীতিমতো খোঁড়াচ্ছেন। গতবার আইপিএল মরশুমের পর হাঁটুতে সার্জারি করাতে হয়েছিল মাহিকে।

বিভিন্ন সূত্র মারফত খবর উঠে আসছিল, আইপিএল পর্ব চুকে গেলে ধোনি লন্ডন যাবেন অস্ত্রোপচার করাতে। তার পরই বোঝা যাবে, আগামী মরশুমে তিনি খেলার মতো ফিট রয়েছেন কি না? কিন্তু সিএসকে সিইওর বক্তব্য ধরলে, কোনও রকম অস্ত্রোপচারের এ মুহূর্তে প্রয়োজন হচ্ছে না ধোনির। কিন্তু আগামী মরশুমে কি সিএসকের হলুদ জার্সিতে দেখা যাবে মাহিকে? এবার হাসতে-হাসতে কাশী বললেন যে, “সেটা আমিও জানি না। আমরা আসলে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি না।” তবে আশা করি ধোনি থাকবেন।”

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *