দুধের গাড়ি থেকে উদ্ধার গরু, পাচারের নতুন কৌশল, বললেন শুভেন্দু, গরুর তো পাখনা নেই তোপ কুণালের

নিউজ ডেস্ক: পুরুলিয়ায় দুধের গাড়ি থেকে উদ্ধার গরু। উত্তাল রাজ্য-রাজনীতি। এই ঘটনায় তৃণমূল সরকারকে নিশানা করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বর্ডারে এখন আঁটোসাঁটো নিরাপত্তা।

তাই নতুন পদ্ধতিতে পাচার হচ্ছে গরু। তারপরেই পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, গরুর তো পাখনা নেই। বিএসএফ কি করছিল।

মঙ্গলবার সকালে পুরুলিয়ার ৬০ এ জাতীয় সড়কে দুধের গাড়ি উল্টে যায়। গাড়ির ভিতর থেকে কুড়ি থেকে পঁচিশটি গরু উদ্ধার হয়। দুর্ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এই ঘটনা সামনে আসতেই রাজ্য সরকারকে নিশানা করে টুইট করেন শুভেন্দু অধিকারী।

টুইটে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গে এখনও কোটি কোটি টাকা গরুপাচারের সিন্ডিকেট চলছে। বর্ডারে বিএসএফ নিরাপত্তা আঁটোসাঁটো করেছে। ফলে বর্ডার দিয়ে আগের মতো গরুপাচার এখন অনেক কঠিন। তাই রাজ্য পুলিশকে গরুপাচারের অভিনব কৌশল খুঁজতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার দুধের কন্টেনারে গরুর হদিশ সেটাই প্রমাণ করে।

তারপরেই পাল্টা দিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, গরু নিয়ে গেলেই পাচার হয় না। যথাযথ কাগজ দেখালে তা তো অবৈধ হতে পারে না।

এর পরেই কুণালে প্রশ্ন, পশ্চিমের তিন রাজ্য থেকে গরু আসছে কি করে? কেন বারবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। গরুর তো পাখনা নেই। গরু যাওয়ার রাস্তাটা তো দেখার কথা বিএসএফের৷ অনৈতিক কাজে কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা হবে।