নিউজ ডেস্ক: এপ্রিল মাসে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অনুব্রত মামলায় সাক্ষী দেবেন তিনিই। অন্তত এমনই বলছে সিবিআই। আদালতকে দেওয়া চার্জশিটে ৫৮ নম্বরে রয়েছে সেই সাক্ষীর নাম।
অনুব্রত দাপুটে নেতা। তাঁকে জামিন দেওয়া হলে প্রভাবিত হতে পারে গরু পাচার মামলার তদন্ত। আসানসোলের বিশেষ আদালতে এমনই যুক্তি দিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবীরা। তাই কেষ্টর জামিন মঞ্জুর করেননি বিচারপতি। ফলে পুজোতেও জেলের অন্ধকারেই কাটাতে হয় বীরভূমের তৃণমূল জেলা সভপতিকে। অনুব্রত যাতে সহজে জামিন না পায় তাই তড়িঘড়ি চার্জশিটও পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেই চার্জশিটে সাক্ষী হিসেবে ৯৫ জনের নাম রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী দেবেন এক মৃত ব্যক্তি।
সিবিআইয়ের দেওয়া চার্জশিটের সেই তালিকায় ৫৮ নম্বরে রয়েছে মাধব কৈবর্ত্যের নাম। অনুব্রতর প্রধান দেহরক্ষী সায়গল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কৈবর্ত। সায়গলের পরিবারের সঙ্গে দুর্গাপুর থেকে বোলপুরে ফেরার পথে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। মাধব সহ মৃত্যু হয় সায়গলের ছোট মেয়ের। সেই ঘটনার প্রায় সাতমাস পর চার্জশিট দাখিল করেছে সিবিআই। তাতে সাক্ষী হিসেবে রয়েছে মাধবের নাম।
আরও পড়ুন: বড় ধাক্কা সোনালির, হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জীবিত অবস্থায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি দিয়েছিলেন তিনি। যা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে অত্যন্ত প্রাসঙ্গিক। যদিও আইন অনুযায়ী, চার্জশিট পেশ করার আগে কোনও সাক্ষীর মৃত্যু হলে সাক্ষী তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। অন্যদিকে এই চার্জশিটের ৪৬ নম্বরে রয়েছে তৃণমূল সংসদ শতাব্দী রায়ের নাম। যদিও শতাব্দী বলেছেন অনুব্রত বিরুদ্ধে তাঁর কিছু বলার নেই।
Leave a Reply