নববর্ষের সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই হানা

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার গোপাল দলপতির পৈত্রিক বাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার বছরের প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের খিরিশবাড়ি গ্রামে গোপাল দলপতির বাড়িতে হানা দেয় সিবিআইয়ের অফিসাররা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন বলে খবর। স্থানীয় মানুষজন ভিড় জমিয়েছেন গোপালের বাড়ির সামনে। গোপাল দলপতি অবশ্য এখানে নিয়মিত থাকেন না। দুই-তিন মাস অন্তর কলকাতা থেকে একবার এখানে আসেন৷ শেষবার মাস দুয়েক এসেছিলেন বলে জানা গিয়েছে।

গোপাল দলপতি ছাড়াও এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালিয়েছেন বড়ঞায়। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের জঙ্গল থেকে ছয়টি ব্যাগ ভর্তি নথি উদ্ধার করেছে।

সিবিআই জানিয়েছে, জীবনকৃষ্ণের বড়ঞার আন্দি গ্রামের বাড়ির পাশের জঙ্গলে শনিবার তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। সেখান থেকে মিলেছে ছটি নথিবোঝাই ব্যাগ। সেই নথি কিসের, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সিবিআইয়ের প্রতিনিধি দল পুকুরের পাশে মোবাইলের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। সেই সময় উদ্ধার করা হয় ওই ব্যাগগুলি। সেই ব্যাগগুলি তৃণমূল বিধায়কের বাড়িতে নিয়ে যান সিবিআই আধিকারিকেরা। ওই নথিগুলি নিয়েও প্রশ্ন করা হয়েছে বিধায়ককে।

নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী। শনিবার সকাল থেকে তাঁর নলহাটির বাড়ি এবং কলকাতার বউবাজারের ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিভাসের আশ্রমেও হানা দিয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল। দফায় দফায় জেরা করা হয় বিভাসকেও।