গরু পাচারের কালো টাকা সাদা করতেই কি লটারি! খতিয়ে দেখছে সিবিআই

নিউজ ডেস্ক: গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআইয়ের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনবার লটারির টাকা ঢুকেছিল। সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু-বার লটারির টাকা ঢুকেছে। যার পরিমাণ প্রায় ৫১ লক্ষ টাকা। এছাড়াও ২০১৯-এ অনুব্রতর একটি অ্যাকাউন্ট লটারির ১০ লক্ষ টাকা ঢুকেছে বলে সিবিআই সূত্রে দাবি।

তদন্ত নেমে সিবিআইের প্রশ্ন, একই পরিবার বারবার লটারি পাচ্ছে, তাহলে কী এভাবেই গরুপাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করা হয়েছে? আরও কোনও লটারি অনুব্রতর আত্মীয় বা ঘনিষ্ঠদের নামে কেনা হয়েছিল?

আরও পড়ুন: লালকৃষ্ণ আদবানির জন্মদিন, শুভেচ্ছা জানাতে প্রবীণ নেতার বাড়িতে উপস্থিত মোদি

লটারির মাধ্যমে কালো টাকা সাদা করবার খেলা নতুন কিছু নয়। বহুবছর ধরেই চলে আসছে। কারণ লটারিতে টাকা জিতলে মোটা টাকা কর দিতে হয়। সেই সুযোগ কাজে লাগিয়েই কালো টাকাকে অনেকে সাদা করে। অনুব্রও ও তার মেয়ে সুকন্যাও সেই একই ভাবে লটারির মাধ্যমে গরু পাচারের কালো টাকাকে সাদা করে থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারীকদের। তাঁরা এও খতিয়ে দেখেছে অনুব্রতর স্ত্রী বা তাঁদের নিকট আত্মীয় বা পরিচারক-পরিচারিকার নামে কোনও লটারির টাকা ঢুকেছিল কিনা।