sandip ghosh

RG Kar: আবেদন প্রত্যাহার করল সিবিআই, সন্দীপকে হেফাজতে চেয়েও পিছিয়ে গেল সিবিআই

ইউ এন লাইভ নিউজ: সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন করেও ফিরিয়ে নিল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, তাঁদের হাতে নতুন কিছু তথ্য এসেছে। আর সেই কারণেই সন্দীপ ঘোষকে জেরা করতে চেয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু শুনানির সময় বিচারক প্রশ্ন করেন, কেন সিবিআই জেলে গিয়ে সন্দীপকে জেরা করতে পারবে না? সেই প্রশ্ন শুনেই আবেদন প্রত্যাহার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সোমবার ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ আদালতে হাজির করানো হয় সন্দীপকে। অভিযুক্ত সন্দীপের আইনজীবী দাবি করেন, এর আগে তাঁর মক্কেলকে সিবিআই নিজেদের হেফাজতে নিলেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। বিচারক ১৬১ বয়ান দেখতে চান। সিবিআইয়ের কেস ডায়েরি দেখতে থাকেন। বিচারকের কথায়, ‘‘আপনারা আবার পুলিশি হেফাজতে চাইতে পারেন। কিন্তু জেলে গিয়েও প্রশ্ন করা সম্ভব।’’ তার পরেই পিটিশন প্রত্যাহার করে সিবিআই। বিচারক আশ্বাস দিয়ে জানান, তাঁরা জেলে গিয়ে সন্দীপকে জেরা করতে চাইলে তা-ও বিবেচনা করা হবে।

অন্য দিকে, সোমবার পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ রয়েছে অভিজিতের। তাঁর আইনজীবী দাবি করেছেন, যেহেতু সিবিআই তাঁকে হেফাজতে নিতে নতুন করে আবেদন করেনি, তাই তাঁর মক্কেল জামিনের আবেদন করলে পেতে পারেন। তার পরেই অভিজিতের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তাঁর দাবি, তা হলে আগের পিটিশন ‘নট প্রেস’ করা হোক।