ইউ এন লাইভ নিউজ: প্রতিবারেই মে মাসের দিকে প্রকাশিত হয় সিবিএসই-র ফলাফল। এই বছরেও ১৩ মে সোমবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) চলতি বছরের দ্বাদশ শ্রেনীর পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এ বছর পাসের হার ৮৭.৯৮ শতাংশ গত বছরে ছিল ৮৭.৩৩ শতাংশ। গত বছরের থেকে ০.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বছরের পাশের হার। ছেলেদের পাসের হার দাঁড়িয়েছে ৮৫.১২ শতাংশ, যেখানে মেয়েরা ৯১.৫২ শতাংশ পাসের হার নিয়ে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।
এই বছর, মোট ১৬৩৩৭৩০জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছিল, যার মধ্যে মোট ১৬২১২২৪জন শিক্ষার্থী প্রকৃতপক্ষে পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাস করেছে ১৪২৬৪২০ জন শিক্ষার্থী। তিরুবনন্তপুরম সব অঞ্চলের মধ্যে সর্বোচ্চ পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম হয়েছে।
শিক্ষার্থীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in-এ গিয়ে তাদের ফলাফল দেখতে পারে। তাদের হোমপেজে ‘রেজাল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর তাদের ফলাফল দেখতে তাদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি লিখে ক্লিক করলে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। পরবর্তীতে, তাদের ভবিষ্যতের রেফারেন্সের জন্য তাদের ফলাফল ডাউনলোড এবং প্রিন্ট আউট করে রাখতে হবে।
এছাড়াও, ডিজিলকার অ্যাপের মাধ্যমেও ফলাফলগুলি দেখা যেতে পারে।
সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং ২ এপ্রিল শেষ হয়েছিল, সেই একই দিনেই দশম শ্রেণীর পরীক্ষাও শুরু হয়েছিল।
Leave a Reply