ধুমধাম করে পালিত হল ‘দুর্গাপুজো কার্নিভাল ২০২২’, রেড রোডে যেন চাঁদের হাট

নিউজ ডেস্ক: বিকেল ৪ টে থেকে শুরু হয়েছে দুর্গাপুজো কার্নিভাল। রেড রোড সেজে উঠেছে উৎসবের আমেজে। বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পালন করা হয়ে থাকে এই কার্নিভাল। গত দুই বছর করোনার দাপটে কার্নিভাল করা যায়নি। এই বছরে যেন নতুন উদ্যমে, নতুন প্রাণশক্তিতে আবারও সেজে উঠলো রেড রোড। পালিত হল দুর্গাপুজো কার্নিভাল ২০২২।

আরও পড়ুন: তারা মায়ের আবির্ভাব দিবস: খিচুড়ি থেকে মাছ-মাংস নিবেদন মহাভোগে

২০২২ এর দুর্গাপুজো যেন প্রত্যেক বছরের চেয়ে আলাদা। এই বছরেই ইউনেস্কো দুর্গাপুজোকে ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’র স্বীকৃতি দিয়েছে। বাংলার দুর্গাপুজো এবার হয়ে উঠেছে বিশ্বজনীন। তাই এবছরে পুজোর এক মাস আগে থেকেই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুজো শুরু হয়ে গিয়েছিল। সাধারণত পুজো কেটে যাওয়ার দুই থেকে তিন দিনের মাথাতেই অনুষ্ঠিত হয় কার্নিভাল। এই বছরে পুরো কার্নিভালে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

রেড রোডের কার্নিভালে শনিবার বসে চাঁদের হাট। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনয় জগতের বড় পর্দা, ছোট পর্দা উভয় ব্যক্তিত্বরা- উপস্থিত ছিলেন বহু তারকাই। কার্নিভালে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সৌমিতৃষা, ঋতিকা, সায়ন্তিকা, ভাস্বর, রেজওয়ান, অঙ্কুশ, ঐন্দ্রিলা সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের। তাঁরা যে শুধু উপস্থিত ছিলেন তাই নয়, তাঁরা অংশ নিয়েছেন কর্তৃপক্ষ আয়োজিত নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে। সুকিয়া স্ট্রিটের আদিবাসী নাচেও পা মিলিয়েছেন সবাই। পা মেলাতে দেখা গেছে খোদ মমতা বন্দোপাধ্যায়কেও।

জাঁকজমক ভাবে রেড রোডে পালন করা হচ্ছে দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠান। একের পর এক পুজো কমিটি আসছে এই কার্নিভালে। খুশির মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তাঁরা। আবার এক বছরের অপেক্ষা। তার আগে উৎসবের ঠিক পরেই, উৎসবের রেশ রেখে নাচে, গানে, আনন্দে মেতেছে এই কার্নিভাল।

আরও পড়ুন: বায়ু দূষণে মারাত্মক ক্ষতি হচ্ছে গর্ভস্থ ভ্রুণের