দোলের আগেই ডিএ বাড়াচ্ছে কেন্দ্র

নিউজ ডেস্ক: রাজ্যে মহার্ঘ বাতার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএ পায় না রাজ্য সরকারি কর্মীরা, এই অবিযোগও নতুন কিছু নয়। রাজ্যের বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের দাবিতে ফেব্রুয়ারি মাসের পর পর দু-দিন অর্থাৎ ৪৮ ঘন্টা কর্ম বিরতির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের যৌথমঞ্চ। চলতি মাসের ১০ তারিখ তারা সরাসরি ধর্মঘটেরও ডাক দিয়েছে। সেই নিয়ে অস্বস্তিতে রাজ্য সরাকার। রাজ্য সরকারের সেই অস্বস্তি আরও বাড়িয়ে  দিল কেন্দ্রীয় সরকার। দেলের আগেই কেন্দ্রীয় সরকারি সর্মীদের ডিএ আরও বাড়তে চলেছে।

সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের অধীনে ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হতে পারে ডিএ। অর্থাৎ ডিএ বাড়বে ৪ শতাংশ। এছাড়া ডিআরও বাড়বে ৪ শতাংশ। এর ফলে ১ কোটির উপরে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সুবিধা পাবেন।  পাশাপাশি এমনও শোনা যাচ্ছে, কেন্দ্র ১৮ মাসের বকেয়া ডিএ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে। প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ বকেয়া রয়েছে।

এছাড়াও বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টরও। একলাফে ২.৫৭ শতাংশ বাড়তে পারে এই ফ্যাক্টর। এর কতটা প্রভাব পড়বে বেতনে? যে ব্যক্তির গ্রেড পে ৪ হাজার ২০০ টাকা, তিনি সবশুদ্ধ ১৫ হাজার ৫০০ টাকা পান। এই বৃদ্ধির ফলে তাঁর বেতন বেড়ে দাঁড়াবে এর ২.৫৭ গুণ অর্থাৎ ৩৯ হাজার ৮৩৫ টাকা।