দীপাবলিতে কৃষকদের বড় উপহার! ৬ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের

নিউজ ডেস্ক: দীপাবলির আগে কৃষকদের জন্য একের পর এক উপহার মোদি সরকারের। কিষান সম্মান নিধির কিস্তি দেওয়ার পর এবার ৬ টি রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গম, বার্লি, ছোলা, মসুর, সরষে এবং কুসুম সহ ৬টি রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) প্রায় ৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা, ২০২৩-২৪ সালের রবি শস্যের মরসুমের আগে, বেশ কিছু শস্যের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কুইন্টাল গমের এমএসপি ১১০ টাকা, বার্লি ১০০, ছোলা ১০৫, মুসুর ৫০০, সরষে ৪০০ এবং কুসুম ২০৯ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে এখন প্রতি কুইন্টাল গমের মূল্য ২,১২৫ টাকা। মুসুর ডালের এমএসপি প্রতি কুইন্টাল ৫,৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬,০০০ টাকা।

প্রতি কুইন্টাল বার্লির পুরানো এমএসপি ছিল ১,৬৩৫ টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার ২০২৩-২৪ সালের জন্য নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য অনুযায়ী এখন বার্লির এমএসপি ১,৭৩৫ টাকা। ছোলার এমএসপি প্রতি কুইন্টাল ৫,২৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫,৩৩৫ টাকা। এছাড়াও সরষে এমএসপি প্রতি কুইন্টাল ৫,০৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫,৪৫০ টাকা এবং কুসুমের দাম কুইন্টাল প্রতি ৫,৪৪১ টাকা থেকে বেড়ে ৫,৬৫০ টাকা হয়েছে।

কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইস (সিএসিপি) গম সহ সমস্ত রবি শস্যের এমএসপি ৩ থেকে ৯% বৃদ্ধির সুপারিশ করেছিল। এরপরই মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে গত বছরের তুলনায় সরষের এমএসপি ৭.৯ শতাংশ, মুসুর ডালের এমএসপি ৯ শতাংশ গমের এমএসপি ৬.১ শতাংশ, ছোলার এমএসপি ২ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিলকিসের ধর্ষকদের মুক্তিতে সুপ্রিম তোপের মুখে গুজরাট সরকার